রাতারাতি বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, চপার দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি

আদালতে দাঁড়িয়ে এই মামলার প্রধান সাক্ষী কেকে খোসলাকে ‘মৃত’ বলে জানিয়েছিল ইডি।

Updated By: Aug 1, 2019, 01:30 PM IST
রাতারাতি বেঁচে উঠলেন ‘মৃত’ সাক্ষী, চপার দুর্নীতি মামলায় হাজিরাও দেবেন তিনি

নিজস্ব প্রতিবেদন: অগস্তাওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করা রিপোর্ট এবং মামলার স্বাক্ষী সম্পর্কে দেওয়া তথ্য বদল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতে দাঁড়িয়ে এই মামলার প্রধান সাক্ষী কেকে খোসলাকে ‘মৃত’ বলে জানিয়েছিল ইডি। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ইডি-র পক্ষ থেকে জানানো হল, কেকে খোসলা বেঁচে আছেন এবং চপার দুর্নীতি মামলায় শুক্রবার বিশেষ আদালতে হাজিরাও দেবেন তিনি।

অগস্তাওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় অন্যতম প্রধান সাক্ষী কেকে খোসলা। এই মামলার অন্যতম অভিযুক্ত রাতুল পুরীর সংস্থাতেই কাজ করেন এই কেকে খোসলা। বিশেষ বিচারক অরবিন্দ কুমারের আদালতে রাতুল পুরীর আগাম জামিনের বিরোধীতা করে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানিয়েছে ইডি। শুধু তাই নয়, মামলার সাক্ষীদের ভয় দেখাচ্ছেন, শাসাচ্ছেন রাতুল।

আরও পড়ুন: উন্নাও ধর্ষণকাণ্ডের ৪ মামলা লখনউ থেকে দিল্লিতে সরাচ্ছে সুপ্রিম কোর্ট

গ্রেফতারি এড়াতে আগামিকালই অভিযুক্ত রাতুল পুরীকে আত্মপক্ষ সমর্থনে যুক্তি পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। তাই আদালতের থেকে আগামিকাল পর্যন্ত গ্রেফতারি থেকে বাঁচার ‘রক্ষাকবচ’ পেয়েছেন রাতুল। এ দিনই আদালতে হাজিরা দিতে হবে মামলায় অন্যতম প্রধান সাক্ষী কেকে খোসলাকেও।

.