ওয়েব ডেস্ক : উরির সেনা ছাউনিতে হামলার ঘটনায় সামনে এল বিস্ফোরক তথ্য। উরি এনকাউন্টারে নিহত জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়, সেগুলি পাকিস্তানে তৈরি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, যে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে, সেখানে পাকিস্তানে তৈরির চিহ্ন রয়েছে। সেই সঙ্গে নিহত জঙ্গিদের কাছ থেকে যে খাবার, অস্ত্র কিংবা পানীয় উদ্ধার করা হয়েছে, সেখানেও পাকিস্তানের চিহ্ন রয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার উরির কার্গিলে তল্লাশি শুরু করে সেনা বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে ওই এলাকা তন্ন তন্ন করে খোঁজ শুরু করে বাহিনী। পাকিস্তানি জঙ্গিরা ওই এলাকায় অনুপ্রবেশ করছে, সেই খবর পাওয়ার পরই শুরু হয় তল্লশি। সেনা বাহিনী ও পুলিশকে দেখে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। কিন্তু, সেনার পাল্টা গুলিতে নিহত হয় ১ জঙ্গি। এরপর ফের আরও ২ জঙ্গিকে নিকেশ করে দেয় সেনা বাহিনী।


জম্মু কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছর যেভাবে সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা, এবারও সেরকম আত্মঘাতী হামলার ছক ছিল। আর সেই খবর পাওয়ার পর পরই ওই এলাকায় জোর তল্লাশি শুরু হয়।