নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্রাট প্রার্থী ও বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। কমলাই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনও মহিলা ও কৃষ্ণাঙ্গ উপরাষ্ট্রপতি। ফলাফল ঘোষণার পর জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অমিত-বার্তায় রাম-বাম যোগ, ঝুলি থেকে বেড়াল বেরোল: TMC; অস্বীকার CPM-র   



জো বাইডেনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর টুইট, 'এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। একসময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মার্কিন-ভারত সম্পর্কের উন্নতিতে আপনার উদ্যোগ উল্লেখযোগ্য ছিল।  আশাকরি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতে একসঙ্গে ফের কাজ করব '



ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্য়ারিসকেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তিনি লেখেন, 'আপনাকে আন্তরিক শুভেচ্ছে। আপনার সাফল্য পথ দেখাবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক আপনার আমলে আরও সুদৃড় হবে।'



বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এক টুইটে তিনি লিখেছেন, বাইডেন ও কমলা হ্যারিসকে স্বাগত। বাইডেনের কার্যকালের সফলতা কামনা করি। আশাকরি ভারত-মার্কিন সম্পর্ক এরপর আরও সুদৃড় হবে।


আরও পড়ুন-মার্কিন মুলুকে নজির, দেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস



বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধীও।  এক বিবৃতিতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে গোটা দুনিয়া ও ভারতীয় উপমহাদেশে শান্তির পথ আরও প্রশস্ত হবে ও ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে আশাকরি।