নিজস্ব প্রতিবেদন: বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসকে সত্যি করে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপি। কোনও কোনও মহল ইতিমধ্যেই বলা শুরু করে দিয়েছে মোদীর পরই দেশের রাজনীতিতে অন্যতম জননেতা এখন যোগী আদিত্যনাথ। তবে সমাজবাদী পার্টির ফলও ফেলে দেওয়ার নয়। এখনওপর্যন্ত ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় ২৬৭ আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে ১৩১ আসন পেয়েছে অখিলেশের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশেষজ্ঞ মহলের মত, কৃষি আইন নিয়ে আন্দোলন কোনও প্রভাব ফেলতে পারেনি পশ্চিম উত্তর প্রদেশে। পাশাপাশি, উন্নাও হাথরাসের মতো ঘটনা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রচার কোনও প্রভাব ফেলতে পারেনি ভোটারদের উপরে। সবেমিলিয়ে বিজেপিকে ফের ক্ষমতায় আনার পেছনে মোটামুটি ৩টি কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে।


যোগী ফ্যাক্টর


এবার বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার পরেও কাজ করেছে যোগীর কড়া ধাতের নেতৃত্ব। তাঁর ব্যক্তি ইমেজের ক্যারিশমা। যেভাবে রাজ্যে সিএএ-সহ অন্যান্য বিজেপি বিরোধী আন্দোলন দমন করছেন তাতে তাঁকে সমর্থকদের মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। রাজ্যে যে ধরনের এক নায়কতন্ত্র তিনি শুরু করেছিলেন তা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যও এখন অনুসরণ করার চেষ্টা করে। কড়া হিন্দুত্বকে আঁকড়ে থেকে, পুলিসরাজ তৈরি করে, কেন্দ্রের ভরসায় দলের কোনও নেতাদের রেয়াত না করে দল ও দলের বাইরে একপ্রকার সমীহ আদায় করে নিতে পেরেছেন। এতে তাঁর উপরে অনেকটাই ভরসা করেছেন সাধারণ মানুষ।


বিজেপির ভোট শেয়ার


গত বিধানসভার তুলনায় এবার ভোট শেয়ার অনেকটাই বাড়িয়ে নিয়েছে বিজেপি। একটা কথা উঠেছিল য়ে গত ভোটে মণ্ডল ভোট পায়নি বিজেপি। কিন্তু এবার ওবিসি ভোট ব্যাঙ্কের অনেকটাই দখল করে ফেলেছে বিজেপি। এর সঙ্গে যোগ হয়েছে আরও অন্যান্য শ্রেণি থেকে কেটে আসা ভোটও। ফলে আগের নির্বাচনগুলির থেকে এবার হিন্দুত্ব ভোটব্য়াঙ্ক অনেকবেশি শক্তিশালী হয়ে উঠেছে। গত ৮ বছরে এনিয়ে ৪ বার বিভিন্ন ভোটে ৪০ শতাংশেরও বেশি ভোট পেল বিজেপি। ১৯৮৯ থেকে আর কোনও দল উত্তরপ্রদেশে এত ভোট পায়নি। এর আগে বিএসপি ও এসপি যখন একসঙ্গে সরকার গঠন করেছিল তখন তারাও এত ভোট পায়নি। সেইসময় তাদের প্রাপ্ত ভোট শতাংশ ছিল ৩০। এর একমাত্র কারণ এবার হিন্দু-মুসলিম মেরুকরণ।


সরকারি ব্যবস্থার উন্নতি


ক্ষমতায় এসে রেশন সহ একাধিক সরকারি সুবিধে মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন আদিত্যনাথ। এক কথায় ওইসব ব্যবস্থা ঢেলে সাজিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। গত পাঁচ বছরে যোগীর উপরে বড় ধাক্কা ছিল করোনা অতিমারী। উত্তরপ্রদেশের মতো রাজ্যের বিপুল সংখ্যাক মানুষের কাছে অতিমারীর সময়ে রেশন ও অন্যান্য সরকারি সুযোগ পৌঁছে দেওয়া ছিল মোদীর কাছে বড় চ্যালেঞ্জ। সঙ্গে ছিল কর্মসংস্থানের বিষয়টি। এর অনেকটাই পূরণ করতে পেরেছেন যোগী। অন্যদিকে, যোগীর আমলে বিজেপি যে ব্রাহ্মণদের দল-এমন একটা খোলস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে বিজেপি। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ওবিসি ও দলিতদের একাংশের কাছে পৌঁছে যেতে পেরেছিল বিজেপি। তারই ফলে পেয়েছেন যোগী।


আরও পড়ুন-'বিরোধীদের মুখ তো এখন কেজরি, চ্যালেঞ্জের মুখ মমতার নেতৃত্ব', আপ-র ফল নিয়ে সরব সুকান্ত মজুমদার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)