নিজস্ব প্রতিবেদন: যোগীর রাজ্যে জাল বিছিয়েছে ধর্মান্তরণ ব়্যাকেট। অভিযোগ বলপূর্বক ভিন্ন ধর্মের মানুষদের ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে। এই ব়্যাকেটের তল্লাশিতে নেমে ২ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিসের এটিএস (ATS)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, দিল্লি থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম উমর গৌতম ও জাহাঙ্গির। ধৃতেদর মধ্যে একজন নিজেও ধর্মান্তরিত মুসলিম। পুলিস জানতে পেরেছে, ধৃতরা জামিয়া নগরের বাটলা হাউসের বাসিন্দা। এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছে তারা।


আরও পড়ুন: নিলামে উঠছে Air Indiaর সম্পত্তি, বেসরকারিকরণ করে ৩০০ কোটি আয়ের ভাবনা


আরও পড়ুন: জন বার্লার পর সৌমিত্র খাঁ, এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি জানালেন BJP সাংসদ


উত্তরপ্রদেশ পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানান, রাজ্যেজুড়ে ধর্মান্তরণের একটা ব়্যাকেট কাজ করছে। যারা জোর করে এই ধর্মান্তরণের কাজ চালিয়ে যাচ্ছে। মূলত দরিদ্র, বেকার যুবক, শিশু এবং প্রতিবন্ধীদের টার্গেট করছে ওই ব়্যাকেট। অর্থের লোভ দেখিয়ে তাঁদের ধর্মান্তরিত করা হচ্ছে।