নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিতে এখন থেকে পড়ানো হবে এনসিইআরটি সিলেবাসের বই। এরকমই সিদ্ধান্ত নিয়েছে ‌যোগী আদিত্যনাথ সরকার। শুধু তাই নয় রাজ্যের মাদ্রাসাগুলিতে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজ্য মাদ্রাসা বোর্ড খুব শীঘ্রই মাদ্রাসা এনসিইআরটি সিলেবাসের বই সরবারহ করবে। ওই সিলেবাসই মেনে চলে সিবিএসিই বোর্ড। এনিয়ে রাজ্যের শিক্ষকরা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।


উল্লেখ্য, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন খাতে ১৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে ‌যোগী সরকার। এর মধ্যে ৪৯৪ কোটি টাকা খরচ করা হবে মাদ্রাসায় আধুনিক শিক্ষা খাতে। সম্প্রতি রাজ্যের ৪৬টি মাদ্রাসায় সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছে। কারণ ওইসব মাদ্রাসাগুলি রাজ্য শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে চলছিল না।


আরও পড়ুন-মৃত ডনের ছবিকে স্নান করাতে ১০০ লিটার দুধ চুরি গ্যাংয়ের