ওয়েব ডেস্ক:  এবার মাদ্রাসাগুলির ওপর কড়া নজরদারি শুরু করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর রাজ্যের সব মাদ্রাসায় এবার শুরু করতে চলেছেন ‘জিও-ট্যাগিং’। এক কথায়, মাদ্রাসাগুলির ভিতর বসানো হবে জিপিএস। জিপিএস মারফত মাদ্রাসাগুলির ভিতর কী চলছে, তার উপর কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। নথিবদ্ধ নয়, এমন কোনও পড়ুয়া বা শিক্ষক মাদ্রাসা নিয়মিত আসা শুরু করলেই খবর পৌঁছে যাবে পুলিশের কাছে।


টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী,  গত ৩১ জুলাই রাজ্যের সব মাদ্রাসাগুলির জন্য একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। নির্দেশে বলা হয়, প্রত্যেক মাদ্রাসার ভিতরে ছবি, ভবনের ছবি ও বিস্তারিত বিবরণ, ম্যাপ ও শিক্ষকদের ছবি ও ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনের যাবতীয় তথ্য অবিলম্বে রাজ্যের কাছে জমা দিতে হবে। উত্তরপ্রদেশের সাম্প্রতিক পরিস্থিতি যা, সেখানে দাঁড়িয়ে যোগীর এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন। তবে এই নিয়ে তাঁকে নিজের রাজ্যেরই একাংশের কাছে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। একাংশের দাবি, তাঁরা সংখ্যালঘু বলেই কি মাদ্রাসাগুলির ওপর নজর রাখা হচ্ছে? যদিও এসব প্রশ্নে খুব একটা আমল দিতে রাজি নন যোগী।