ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে আস্থা ভোট নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি। কংগ্রেসের ৯জন বিক্ষুব্ধ বিধায়ক আস্থা ভোটে সামিল হতে পারবেন, কি পারবেন না, সে বিষয়ে আজ রায় দেবে উত্তরাখণ্ড হাইকোর্ট। 


কাল সুপ্রিম কোর্ট আস্থা ভোটের দিন ধার্য করেছে। তার আগে আজ সকাল সোয়া ১০টায় উত্তরাখণ্ড হাইকোর্ট তার রায় শোনাবে। কংগ্রেসের বিক্ষুব্ধ ৯জন বিধায়কের সদস্যপদ খারিজের মামলা আজই নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। ওই ৯ বিক্ষুব্ধ বিধায়ক যদি ভোটে সামিল হতে না পারেন, তাহলে হরিশ রাওয়াতের সুবিধা। কারণ সত্তর আসনের বিধানসভায় বিধায়ক কমে দাঁড়াবে ৬১তে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ৩১ জন বিধায়কের সমর্থন। কংগ্রেসের ২৭ জনের পাশাপাশি আরও সমর্থকদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে হরিশের ঝুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন তুলে নিতে হবে। ওই দুঘণ্টায় সরকারের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে হরিশ রাওয়াতকে। আস্থাভোট হবে আদালতের নজরদারিতে। পুরো প্রক্রিয়ার ভিডিও তোলা হবে।