Uttarakhand: নৈনিতালে ধস, অল্পের জন্য প্রাণরক্ষা ১৪ যাত্রীর
কোনওক্রমে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস।
নিজস্ব প্রতিবেদন: নৈনিতালে ভয়াবহ ধস। কোনওক্রমে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। আচমকাই ধস নামে তখন সেখান দিয়েই যাচ্ছিল সেই বাসটি। কোনও মতে রক্ষা পায় এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ১৪ জন।
বর্ষার মরসুমে প্রায়ই ধস নামছে পাহাড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, বিশেষ করে উত্তরকাশী, নৈনিতাল, দেরাদুন এবং পৌরিতে। আবহাওয়া অফিসের মতে, পার্বত্য জেলায় অধিকাংশ জায়গায় ভূমিধস হতে পারে।
দেরাদুনের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের ডিরেক্টর বিক্রম সিং বলেছেন, নদীর তীরের কাছাকাছি বা নিচু এলাকায় এবং বৃষ্টির কবলিত এলাকায় বসবাসকারী মানুষদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন, Opposition Meet: বিরোধী জোটের নেতা কে? ১৯ দলের বৈঠকে বাতলে দিলেন Mamata
গাড়ওয়াল বিভাগের উত্তরকাশী, তেহরি গড়ওয়াল, দেরাদুন এবং পৌরি গাড়োয়াল জেলাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। কুমায়ুনের পিথোরাগড়, বাগেশ্বর এবং নৈনিতাল জেলাগুলিকেও আগামী কয়েকদিনের জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলায় টানকপুর-ঘাট জাতীয় মহাসড়কে ধারাবাহিক ভূমিধসের ঘটনা ঘটেছে।