Opposition Meet: বিরোধী জোটের নেতা কে? ১৯ দলের বৈঠকে বাতলে দিলেন Mamata
শুক্রবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেস-সহ ১৯ দল।
![Opposition Meet: বিরোধী জোটের নেতা কে? ১৯ দলের বৈঠকে বাতলে দিলেন Mamata Opposition Meet: বিরোধী জোটের নেতা কে? ১৯ দলের বৈঠকে বাতলে দিলেন Mamata](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/20/340318-mamataoppn.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালেও বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল নেতৃত্ব ও আঞ্চলিক রাজনীতি! এবার শুরুতেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিলেন, কে নেতা ভুলে যান! ব্যক্তি স্বার্থ সরিয়ে রাখুন। সাধারণ মানুষই নেতৃত্ব দেবে।
শুক্রবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকে ভার্চুয়াল বৈঠকে বসে কংগ্রেস-সহ ১৯ দল। ওই বৈঠকে রাজনৈতিক বাধ্যবাধকতা সরিয়ে রেখে এক জোট হওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেন সনিয়া। তিনি বলেন,'সব কিছু ঊর্ধ্বে উঠে এক সঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া কোনও রাস্তা নেই। ২০২৪ সালকে মাথায় রেখে ধাপে ধাপে পরিকল্পনা সাজাতে হবে।' কিন্তু এ দিনের বৈঠকে সপা (SP) ও বসপা (BSP) গরহাজির থেকেছে। ডাকা হয়নি আম আদমি পার্টিকে (AAP)। উত্তরপ্রদেশের আসন্ন ভোটের কথা মাথায় রেখে সম্ভবত বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিলেশ ও মায়াবতীর দল। আর কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের সংঘাত। বিজেপি বিরোধী কাউকে অচ্ছুত রাখা যাবে না বলে সওয়াল করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'সব বিরোধী দলকে এক মঞ্চে আনতে হবে। লড়াইটা বিজেপির বিরুদ্ধে। তাই যারা কংগ্রেসের সঙ্গে নেই তাদেরও ডাকতে হবে।'
জোটের নেতৃত্ব নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'মানুষই নেতা। একটা কোর গ্রুপ করে এক সঙ্গে কাজ করা হোক।' ভোট পরবর্তী হিংসা মামলায় জোড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গ টেনে বৈঠকে মমতা জানান, প্রতিষ্ঠান ও এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। মানবাধিকার কমিশনকে দিয়ে বাংলাকে টার্গেট করা হয়েছে।'
আরও পড়ুন- দেশের প্রতিটি পরিবারকে মাসে ৭,৫০০ টাকা দিক কেন্দ্র, বিরোধী বৈঠকে দাবি Mamata-র