নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্কে থরহরি গোটা বিশ্ব। ভারতেও এখনও পর্য্নত ৪৩ জনের দেহে ওই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এরকম এক অবস্থায় মন্দিরের দেবতাকে বাঁচাতে উদ্যোগ নিলেন বারাণসীর মন্দিরের এক পুরোহিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পার্কসার্কাসে চলন্ত ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হল প্রস্রাব, ভয়াবহ অভিজ্ঞতা মহিলা সাংবাদিকের


সোমবার বারাণসীর ওই মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পান্ডে সংবাদমাধ্য়মে বলেন, গোটা দেশেই করোনাভাইরাস ছড়িয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে সচেতনতা তৈরি করতে বিশ্বনাথের মুখে মাস্ক পরিয়ে দিয়েছি। বিগ্রহকে আমরা পোশাক পরিয়ে রাখি, গরম পড়লে এসি চালিয়ে দিই। তেমনি এই সংক্রমণের সময়ে মাস্ক পরিয়ে দিয়েছি।


কৃষ্ণ আনন্দ আরও জানিয়েছেন, দর্শনার্থীদের বিগ্রহকে ছুঁতে নিষেধ করা হয়েছে। যদি কেউ বিগ্রহ ছুঁয়ে দেখেন সেখান থেকেই করোনাভাইরাস ছড়াতে পারে। তাই কোনও ঝুঁকি নিয়ে রাজি নই।


উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট ৪৫ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যা। সোমবারও বেঙ্গালুরু ও পঞ্জাবে ২ করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।


আরও পড়ুন-মোদীর 'নিষেধ' থাকলেও, করোনার আতঙ্কের মধ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি


এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে গোটা পৃথিবীতে মৃত্যু হয়েছে ৩,০০০ বেশি মানুষের। আক্রান্ত ১০০ বেশি দেশের মানুষ। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে দুজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে আগ্রা, তেলঙ্গানা, জয়পুর থেকেও।


রবিবার কেরলের একটি পরিবারের ৫ সদস্যের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওই পরিবারটি সম্প্রতি ইতালি থেকে ফিরেছে। ওই পাঁচজনকেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।