মোদীর 'নিষেধ' থাকলেও, করোনার আতঙ্কের মধ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি

Mar 10, 2020, 12:20 PM IST
1/10

হোলিতে ভক্তের ঢল শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায়।  

2/10

শ্রীকৃষ্ণের নামগান আর সঙ্গে আকাশে উড়ছে আবির, মথুরার বাঁকে বিহারী মন্দিরে হোলি উৎসবে মেতে উঠেছেন ভক্তেরা।

3/10

রঙের উৎসব পালিত হচ্ছে মধ্যপ্রদেশে।    

4/10

মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকাল মন্দিরে পালিত হচ্ছে হোলি।

5/10

উত্তরপ্রদেশের বারাণসীতে হোলির আনন্দে মাতোয়ারা সবাই।

6/10

আবির, রং, গান, নাচে ধুমধাম করে চলছে হোলি উৎসব পালন।

7/10

এ ছবি পঞ্জাবের। পঞ্জাবের অমৃতসরে হোলি খেলতে দেখা যায় আট থেকে আশি সবাইকে।

8/10

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোলিতে জমায়েত এড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলেন প্রধান মোদী। যদিও হোলির দিনে দেশজুড়ে অন্য ছবি-ই ধরা পড়ল।

9/10

রাজস্থানের যোধপুরেও ধরা পড়ল হোলির উৎসবের ছবি।  

10/10

স্থানীয়দের সঙ্গে বিদেশি পর্যটকরাও মেতে উঠলেন রঙের উৎসবে।