সাজছে চেয়ারকার, স্লিপার, থ্রি টিয়ার, যাত্রী সেবায় ভোলবদল বিভিন্ন ট্রেনের
১৬ বছরের পুরনো কামরাকেও সাজানো হচ্ছে নতুন করে। মেঝেতে পাতা হয়েছে কার্পেট। দেওয়াল সেজেছে ছবিতে।
নিজস্ব প্রতিনিধি: স্বর্ণ যোজনায় সাজছে রাজধানী , শতাব্দী। এবার পালা অন্য ট্রেনগুলির। লিলুয়া ওয়ার্কশপে নতুন করে সাজছে বিভিন্ন ট্রেনের চেয়ারকার। ভোল বদল হচ্ছে ট্রেনের থ্রি টিয়ার, আর সাধারণ স্লিপারেরও।
শান্তিনিকেতন, দিঘা বা ধানবাদ। AC -চেয়ার কারে উঠলেও সুখ ছিল না। সেদিন এবার শেষ। ১৬ বছরের পুরনো কামরাকেও সাজানো হচ্ছে নতুন করে। মেঝেতে পাতা হয়েছে কার্পেট। দেওয়াল সেজেছে ছবিতে। এলইডি আলোয় সাজানো হয়েছে কামরা। বসেছে বাহারি হাইলাইটার আলো। ৮ থেকে ১০ লাখ টাকা খরচ হয়েছে একটি সাজাতে।
আরও পড়ুন: জঙ্গি গুলিতে শহিদ জওয়ান, 'সহমরণ' প্রেমিকার
ভোল বদল AC থ্রি টিয়ারেরও। নতুন করে সাজানো হচ্ছে AC ৩ টিয়ার কামরাও। সিট থেকে বাথরুম সব এখন অনেক ঝকঝকে। সাধারণ স্লিপার কামরাও নতুন করে সাজানো হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য মাথায় রেখে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। লিলুয়া ওয়ার্কশপে কোনও কামরা মেনটেন্সের জন্য এলেই সেগুলি নতুন করে সাজানো হবে।
আরও পড়ুন: কংগ্রেসের 'ব্লু টুথ-ইভিএম' হ্যাকিংয়ের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন
শুধু যাত্রী কামরাই নয়। ট্রেনের প্যান্ট্রিতেও আনা হয়েছে বদল। পুরো প্যান্ট্রিটাই হয়ে যাচ্ছে স্টিলের। এখন শুধু এমন ঝকঝকে ট্রেনে চড়ে বেরিয়ে পড়ার অপেক্ষা।