ওয়েব ডেস্ক: উপ-রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নাইডুর নামেই সিলমোহর দিল বিজেপি। আজ দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পর উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করেন অমিত শাহ। কাল শেষ দিনে মনোনয়ন জমা দেবেন তিনি। ভোট হবে পাঁচই অগাস্ট। বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে লড়াই হবে বেঙ্কাইয়া নাইডুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদের দুই কক্ষ মিলিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাঁর জয়ের পথ মসৃণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি পদে উত্তরপ্রদেশের প্রার্থীকে বেছে নেওয়ার পর উপ-রাষ্ট্রপতি পদে দক্ষিণের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। পদাধিকারবলে উপ-রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। সংসদের উচ্চকক্ষে এখনও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বেঙ্কাইয়া নাইডুকে বেছে নিয়ে বিজেপি কৌশলী সিদ্ধান্ত নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।