দেশের ১৩তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন এম বেঙ্কাইয়া নাইডু
দিল্লি: শুক্রবার ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। এদিন রাষ্ট্রপতি ভবনের দুর্বার হলে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বেঙ্কাইয়া নাইডুকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সংসদে এসে রাজ্যসভার চেয়ারম্যান পদের দায়িত্বভারও গ্রহণ করেন বেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরই বেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।
এদিন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে রাজঘাটে মহত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে বেঙ্কাইয়া নাইডু পুষ্পযোগে শ্রদ্ধা নিবেদন করেন। মহত্মা গান্ধী ছাড়াও জন সংঘ নেতা দীনদয়াল উপাধ্যায়, সর্দার বল্লবভাই প্যাটেল এবং ভারতের সংবিধানের রূপকার দলিত পুত্র বিআর আম্বেদকরের প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ৬৮ বছর বয়সী বেঙ্কাইয়া নাইডু।
উল্লেখ্য, দেশের ১৩তম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুকে প্রার্থী করে। বিরোধীরা বেঙ্কাইয়া নাইডুর বিপক্ষে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী করে। প্রত্যাশিত ভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় পান বেঙ্কাইয়া নাইডু। ৭৬০ বৈধ ভোটের মধ্যে ৫১৬টি ভোটই যায় বেঙ্কাইয়া নাইডুর পক্ষে।