নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের নামে ১,৪০০ কোটি টাকা লুঠ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল নির্মোহী আখড়া। অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার অন্যতম পক্ষ তারা। নির্মোহী আখড়ার সদস্য সীতারামের অভিযোগ, রাম মন্দির নির্মাণের নামে ১,৪০০ কোটি টাকার চাঁদা সংগ্রহ করেছে বিহিপ। কিন্তু, এক পয়সাও মন্দির নির্মাণের কাজে লাগায়নি তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীতারামের দাবি, ''রাম মন্দির নিয়ে মামলার আমরা অন্যতম পক্ষ তারা। নিজেদের স্বার্থে রাজনীতিকরা এই বিষয়ে নাক গলাতে চাইছে। চাঁদার টাকায় সরকার গড়তে ব্যবহার করেছে ওরা। এক পয়সাও রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে খরচ করেনি। রাম মন্দিরের নামে সাধারণ মানুষের থেকে টাকা ও ভোট নিয়েছেন রাজনীতিকরা।'' নির্মোহী আখড়ার সদস্যর আক্রমণের লক্ষ্য বিজেপি, তা স্পষ্ট।  


আরও পড়ুন- পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না 'পদ্মাবতী'!


বিহিপ নেতা বিনোদ বনশলের দাবি, ১৯৬৪ সালে থেকে পাই পয়সার হিসেব রাখে সংগঠন। আরএসএস-র শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ উঠেছে।