পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না 'পদ্মাবতী'!

বনশালির 'পদ্মাবতী'র উপর থেকে দুর্যোগ যেন কিছুতে কাটছে না। রাজপুত করনি সেনা সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভ, একের পর এক হুমকি, বাধা চলছেই। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না দীপিকা-শাহিদ-রণবীরের 'পদ্মাবতী'।  

Updated By: Nov 17, 2017, 09:28 PM IST
পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না 'পদ্মাবতী'!

নিজস্ব প্রতিবেদন: বনশালির 'পদ্মাবতী'র উপর থেকে দুর্যোগ যেন কিছুতে কাটছে না। রাজপুত করনি সেনা সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভ, একের পর এক হুমকি, বাধা চলছেই। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না দীপিকা-শাহিদ-রণবীরের 'পদ্মাবতী'।  

সূত্র বলছে, সেন্সর বোর্ডের বিশেষ কমিটি নাকি এখনও 'পদ্মাবতী' দেখেই উঠতে পারেনি। তাই এক্ষেত্রে ফিল্মটি সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেতেও দেরি হবে।  জানা যাচ্ছে, গত শুক্রবার ফিল্মটি সেন্সর বোর্ডের কাছে পাঠানো হলেও পদ্ধতিগত কিছু সমস্যার কারণে সেটি ফেরত পাঠানো হয়েছে। সমস্যাগুলি মিটিয়ে ফিল্ম নির্মাতাদের তরফে সেটি ফের সেন্সরের জন্য পাঠাতে নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। 

তাছাড়া CBFC-র নিয়ম অনুসারে কোনও ফিল্ম জমা দেওয়ার পর তাকে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ৬১ দিন সময় লাগে।  সেক্ষেত্রে ফিল্মটি সেন্সর বোর্ডে সার্টিফিকেট পেতে দেরি হলে কোনও ভাবেই ১ ডিসেম্বর মুক্তি করানো সম্ভব হবে না প্রযোজনা সংস্থার পক্ষে। এখন প্রশ্ন, তাহলে আদও কবে মুক্তি পাচ্ছে পদ্মাবতী?

শোনা যাচ্ছে ১ ডিসেম্বরের বদলে আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পেতে পারে সঞ্জয়লীলা বনশালির 'পদ্মাবতী'।  এদিকে 'পদ্মাবতী'র মুক্তি রুখতে ইতিমধ্যে  ১ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে করনি সেনা। তাঁদের অভিযোগ, কোনও ভাবেই রানি পদ্মিনীকে আলাউদ্দিন খলজির প্রেমিকা হিসাবে মেনে নেওয়া হবে না। যদিও পরিচালক বনশালি থেকে শুরু করে সিনেমার কলা-কুশলীরা বারবার দাবি করে আসছেন, সিনেমায় কোনওভাবেই ইতিহাসকে বিকৃত করা হয়নি। তা সত্ত্বেও বিতর্ক থামছেই না। 

এদিকে পদ্মাবতীর মুক্তি পিছনোর ঘটনায় ষড়যন্ত্র দেখছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, সেন্সর বোর্ডকে হাতিয়ার করে গুজরাট ভোটের আগে পদ্মাবতীর মুক্তি আটকাতে চাইছে মোদী সরকার।

আরও পড়ুন- অক্ষয়ের 'প্যাডম্যান'-এর সঙ্গে টক্করে অনুষ্কা 'বাগমতি'!

.