ভিডিয়ো: নিরলস সেবার মাঝে পিপিই পরেই `গরমি`র তালে নাচ ডাক্তারের
জাতীয় চিকিৎসক দিবসে পিপিই পরে রিচার নাচের ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে নিরলস পরিশ্রম করে চলেছে ডাক্তাররা, নার্স, স্বাস্থ্য কর্মীরা। অতিরিক্ত শিফটের ধকল তো রয়েইছে, এরই সঙ্গে সারাক্ষণ পরে থাকতে হচ্ছে মাস্ক, পিপিই। ঠিক করে শ্বাস নেওয়ারও সময় নেই। একটু ফুরসতেও মন ভালো রাখার উপাদান খুঁজে নিয়েছেন এক মহিলা ডাক্তার। জাতীয় চিকিৎসক দিবসে পিপিই পরে তাঁর নাচের ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্ট্রিট ডান্সার থ্রি ডি ছবির 'গরমি গানে নেচেছেন বরুণ ধবন ও নোরা ফতেহি। ওই গানেই তাক লাগিয়ে দিয়েছেন ডাক্তার রিচা নেগি। তাঁর ইনস্টাগ্রামে আপলোড করেছেন নাচের ভিডিয়ো। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সর্বাঙ্গে পিপিই পরে নাচচেন রিচা। নাচের শৈলী একেবারে নিঁখুত।
ইনস্টাগ্রাম পোস্টে নাচের ভিডিয়োর সঙ্গে কঠিন পরিস্থিতিতে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন রিচা। লিখেছেন,''রোগীদের সেবা করছি। কোনওভাবেই নেতিবাচক ভাবনাচিন্তাকে আমাদের গ্রাস করতে দিলে চলবে না। গরমিফুল পোশাক হলেও এটা সম্মানের। জীবনের ঝুঁকি নিয়েও আমরা ইতিবাচক থাকতে পারলে সকলেরই উচিত লকডাউনের নিয়ম মেনে চলা। তাই ঘরে থাকুন। গানটা আমার খুব প্রিয়। তবে এখন পিপিই কিট নিয়ে সকল ডাক্তারদের মনের কথাই এটা (হায় গরমি)। তাই ভিডিয়ো করার লোভ সামলাতে পারলাম না।''
আরও পড়ুন- চিনা অ্যাপের বিকল্প কী? আত্মনির্ভর ভারত চ্যালেঞ্জের সূচনা মোদীর