ওয়েব ডেস্ক: ভারতের জাতীয় সঙ্গীতের ভিডিও, এক দল কচিকাঁচার সঙ্গে রয়েছেন বিগ বি অমিতাভ, কিন্তু কারও মুখে কোনও কথা নেই। কি, অবাক হচ্ছেন? আসলে এটি ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম মূকাভিনয় সংস্করণ। ৩.৩৫ মিনিটের এই ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ প্রতিমন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে। ভিডিওটিতে স্পষ্ট শুনতে পাবেন দেশের জাতীয় সঙ্গীত, কিন্তু অমিতাভ বা শিশুদের কারওকে সেই গানে উচ্চারণগত ভাবে অংশ নিতে দেখবেন না। পুরোটাই মূকাভিনয় বা  'সাইন ল্যাঙ্গুয়েজে'র মাধ্যমে তুলে ধরার এক অভিনব চেষ্টা দেখা যাচ্ছে এই ভিডিও-তে। এবার দেখুন সেই ভিডিও-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


কিন্তু হ্ঠাত্ এমন ধরনের একটি ভাবনা কেন এল সরকারের তরফে? মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে জানিয়েছেন, সরকার শারীরিক প্রতিবন্ধীদের 'বিকলাঙ্গ'-এর পরিবর্তে 'দিব্যাঙ্গ' হিসাবে দেখার আদর্শে বিশ্বাস করে এবং মনে করে এর ফলে বিভেদের মানসিকতাকে দূরে সরানো সম্ভব হবে।