নিজস্ব প্রতিবেদন : বরফে ঢাকা পাহাড়, তার মাঝ দিয়ে চলছে ট্রেন, সুইত্জারল্যান্ডে এমন ছবি বহুবার দেখেছেন। সম্প্রতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও বিয়ের পর, তাঁদের প্রথম মধুচন্দ্রিমার ছবি দিয়েছেন বরফ ঘেরা কোনও এলাকায়। এই ভ্রমণ অভিজ্ঞতাকে ‘স্বর্গীয় অনুভূতি’ বলেও বর্ণনা করেছেন বিরাট ঘরণী। কিন্তু, বরফ ঘেরা এলাকার মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন, এই মনোরম ছবি দেখে কুপোকাত নেটিজেনরা, এমন ছবি মনে হয় খুব কমই দেখেছেন। কিন্তু, কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গোয়েল এবার যে ভিডিও প্রকাশ শেয়ার করলেন, তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : যো জিতা ওহি সিকন্দর, গুজরাটের ফল নিয়ে মন্তব্য স্মৃতির 


সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও শেয়ার করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যেখানে বানিহাল থেকে কাশ্মীর উপত্যকা পর্যন্ত একটি রেলপথের ভিডিও দেখা যাচ্ছে। কাশ্মীরের পর্যটনকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই মন্ত্রীর তরফে ওই টুইট করা হয়েছে। আর ওই ভিডিও দেখার পর তা একের পর এক রিটুইট হতে শুরু করে।


এমনকী ওই ভিডিও যখন ভাইরাল হচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডসও কাশ্মীরের সৌন্দর্য দেখে ট্রেনে সফর করতে চান বলে জানিয়েছেন।


দেখুন সেই ভিডিও..