গুলি লেগেছে বুকে, তবুও রণক্ষেত্র থেকে সহকর্মীদের নির্দেশ দিচ্ছেন বীর সেনা কর্মী, ভিডিও ভাইরাল
প্রথমে মনে করা হয়েছিল, এই ভিডিওটি মেজর প্রফুল্লর। কিন্তু পরে জানা যায়, এই ভিডিওটি বেশ পুরনো। চলতি বছরের ১৭ জানুয়ারি এই ভিডিও নিজেদের টুইটার পেজে শেয়ার করে সিআরপিএফ। জানা যায়, ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি অ্যাসিটেন্ট সতবন্ত সিং।
নিজস্ব প্রতিবেদন: গুলিতে ঝাঁঝরা হয়েছে বুক। মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। কিন্তু তখনও তিনি দমবার পাত্র নন। গুলিতে গুরুতর জখম হওয়ার পরও সহকর্মীদের নির্দেশ দিচ্ছেন সেই সেনা কর্মী। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড় তুলেছে সেই ভিডিও।
ভিডিওয় শোনা যাচ্ছে, আহত ওই সেনা কর্মী নির্দেশ দিচ্ছেন, যারা আহত হয়েছে, সকলের নিরাপত্তা নিশ্চিত কর...সদর দফতরে হামলার ব্যাপারে জানাও, গুলি চালাতে থাকো। গুলি বারুদ যথেষ্ট রয়েছে। সিক্স ডেল্টাকে জানাও, অপারেশনের দায়িত্বে এখন তারা।
আরও পড়ুন: কাশ্মীর দখল করতে কলকাতাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ডাক আল কায়দার
সম্প্রতি নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অতর্কিত গুলিবর্ষণে শহিদ হয়েছেন মেজর মোহরকার প্রফুল্ল অম্বাদাস সহ ৪ ভারতীয় জওয়ান। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এই ভিডিও তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন।
প্রথমে মনে করা হয়েছিল, এই ভিডিওটি মেজর প্রফুল্লর। কিন্তু পরে জানা যায়, এই ভিডিওটি বেশ পুরনো। চলতি বছরের ১৭ জানুয়ারি এই ভিডিও নিজেদের টুইটার পেজে শেয়ার করে সিআরপিএফ। জানা যায়, ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি অ্যাসিটেন্ট সতবন্ত সিং।
আরও পড়ুন: ‘কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী’ বলে দাবি, জঙ্গি বুরহানের ছবি ছেপে ম্যাগাজিন বিক্রি পঞ্জাবে
তবে আনন্দের কথা এটিই, শরীরে একাধিক গুলি লাগার পরও তিনি বেঁচে যান। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কে কর্মরত।