ওয়েব ডেস্ক:  প্রায় নয় হাজার চারশো কোটি ঋণ খেলাপের মামলায় ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন নির্দল সাংসদ এবং লিকার ব্যারন বিজয় মালিয়া। রাজ্যসভার নীতি কমিটির চেয়ারম্যান করণ সিংয়ের চিঠি পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেন কিংফিশার এয়ারওয়েজের মালিক বিজয় মালিয়া। ইস্তফার পরদিন ঋণ খেলাপ নিয়ে উত্তর দিলেন তিনি।


কিংফিশার এয়ার যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছে, তা  স্বীকার করে নিয়েছেন বিজয়। তবে তাঁর দাবি, তিনি ঋণগ্রহীতাও নন, ঋণখেলাপও নন। তিনি যখন সেটলমেন্টের প্রস্তাব দিয়েছেন, তখন কেন তাঁকে ঋণখেলাপি বলা হচ্ছে, টুইটারে সে প্রশ্ন তুলেছেন বিজয় মালিয়া।