ওয়েব ডস্ক: আপাদমস্তক ধারে ডুবে রয়েছেন বিজয় মালিয়া। কোন ধার শোধ করতে কোথায় ধার করবেন। সারা দেশে যত ব্যাঙ্ক রয়েছে, সব ব্যাঙ্কেই তাঁর ঋণের পরিমানটা চোখে পড়ার মতো। সংখ্যাটা সবই কোটির ঘরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে বিজয় মালিয়ার ঋণের বহর-


১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ১.৬০০ কোটি টাকা ধার।


২) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৮০০ কোটি টাকা ধার।


৩) আইডিবিআই- ৮০০ কোটি টাকা ধার।


৪) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৬৫০ কোটি টাকা ধার।


৫) ব্যাঙ্ক অফ বরোদা- ৫৫০ কোটি টাকা ধার।


৬) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৪৩০ কোটি টাকা ধার।


৭) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৪১০ কোটি টাকা ধার।


৮) ইউকো ব্যাঙ্ক- ৩২০ কোটি টাকা ধার।


৯) কর্পোরেশন ব্যাঙ্ক- ৩১০ কোটি টাকা ধার।


১০) স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর- ১৫০ কোটি টাকা ধার।


১১) ইন্ডিয়ান অভারসিস ব্যাঙ্ক- ১৪০ কোটি টাকা ধার।


১২) ফেডেরাল ব্যাঙ্ক- ৯০ কোটি টাকা ধার।


১৩) পঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক- ৬০ কোটি টাকা ধার।


১৪) অ্যাক্সিস ব্যাঙ্ক- ৫০ কোটি টাকা ধার।