বিহারে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যু, মন্ত্রীদের ‘টিকি’ পেতে পুরস্কার ঘোষণা গ্রামবাসীদের
রামবিলাস পাসওয়ানকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর বিধায়কের খোঁজ দিলে ৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদন: বিহারে শিশু মৃত্যু ছাড়িয়েছে দেড়শোর উপর। প্রায় দু’সপ্তাহ পর মুজফফরপুরে হাসপাতালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পরদর্শন করেন বলে অভিযোগ। শিশু মৃত্যু ঘটনায় স্থানীয় প্রশাসন থেকে রাজ্য সরকারের চরম ব্যর্থতার অভিযোগ উঠেছে। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিহারের বৈশালী গ্রামের বাসিন্দারা। মন্ত্রী রামবিলাস পাসওয়ান এবং স্থানীয় বিধায়কের খোঁজে ব্যানার পড়ল গ্রাম জুড়ে। গবাদি পশুর সঙ্গে ওই সব ব্যানার সেঁটে দেওয়া হয়।
রামবিলাস পাসওয়ানকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর বিধায়কের খোঁজ দিলে ৫ হাজার টাকা। বৈশালী গ্রামে ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। কিন্তু কোনও মন্ত্রীদের দেখা নেই। এই কেন্দ্রে রামবিলাস পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টির প্রার্থী জিতেছে। রাজেডি-র রঘুবংশ প্রসাদ সিং-কে প্রায় দু-লক্ষ ভোটে জেতেন এলজেপি বীনা দেবী।
আরও পড়ুন- বছর এগারোর নাবালিকাকে ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে
বিহারে এনসেফেলাইটিস সিনড্রোমে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৩ শিশুর মৃত্যু হয়েছে। মজফ্ফরপুরেই মৃত্যু হয়েছে ১১৯ জনের। এসকেএমসিএইচ-সহ বিহারের অন্যান্য হাসপাতালগুলির শোচনীয় অবস্থা।