নিজস্ব প্রতিবেদন: সুর কোনও বেড়াজাল মানে না। প্রতিভা বিকাশের জন্য চাই না কোনও ঝাঁ চকচকে মঞ্চ। সোশ্যাল মিডিয়ার জোরেই ত্রিপুরার এই শিল্পী ভাইরাল। তাঁর সুরের জাদুতে মেতেছে গোটা নেট দুনিয়া। কখনও "চাঁদ কেনও আসে না আমার ঘরে" তো কখনও "লম্বি জুদাই," সব গানই ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর চাঁদ কেনও আসেনা আমার ঘরে গানে মুগ্ধ হয়েছেন খোদ রাঘব চ্যাটার্জী। তাঁর নাম, লালন কন্যা শ্যামা নমঃ। হ্যাঁ এই ফেসবুক অ্য়াকাউন্ট থেকেই একের পর এক অনবদ্য গান শুনিয়ে চলেছেন এই শিল্পী। তাঁর গান জায়গা করে নিয়েছে ১৫ লক্ষ মানুষের মনে।


 



তাঁর গানের ভিডিয়ো পোস্ট করার স্থান দেখেই আন্দাজ করা যায় তাঁর বাড়ির অবস্থা খুব একটা ভাল নয়। কিন্তু তাতে কী? যার কণ্ঠে সুর আছে। যার আওয়াজে মুগ্ধ কয়েক হাজার মানুষ। যার গান  শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে সমগ্র নেট জগৎ। সে তো অনেক কিছুরই মালিক।  ভবিষ্যতের কোনও এক সিনেমায় শোনা যাবে  তাঁর কণ্ঠ। সেই আশাতেই হয়তো বুক বেঁধে বসে আছে আগরতলার ওই মেয়েটা।


আরও পড়ুন: প্যাংগংয়ে গুলি; রাজনাথকে বিস্তারিত জানালেন সেনাপ্রধান,সাউথ ব্লকে জরুরি বৈঠকে সেনা কর্তারা