নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের জেরে সারা দেশে ত্রাহি ত্রাহি রব। এই যুদ্ধে সামনের সারি থেকে লড়ছেন স্বাস্থ্যকর্মী ও পুলিসকর্মীরা। কত স্বাস্থ্যকর্মী দিনের পর দিন ঘরমুখো না হয়ে কাজ করে চলেছেন। বারবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেইসব ছবি। এবার কাজের চাপে ক্লান্ত দুজন পুলিসকে রাস্তায় শুয়ে থাকতে দেখা গেল।  অরুণাচল প্রদেশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল মধুর বর্মা সেই ছবি টুইট করে দুজনকে করোনা যোদ্ধা বলে আখ্যা দিয়েছেন।
সত্যিই তাঁরা করোনা যোদ্ধা, করোনা সংক্রমণের পর থেকে বারবার দেশের বিভিন্ন জায়গায় তাঁদের মানবিক রূপ ধরা পড়েছে। কখনও কোনও ব্যক্তির হাতে খাবার তুলে দিয়েছেন তো কখনও অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। মাঝে মাঝে লকডাউনকে সামাল দিতে হাতে লাঠি তুলে "দাবাং" রূপও দেখিয়েছেন পুলিসরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:বৃদ্ধ ভিক্ষুকের গলায় জিম রিভসের ইংরেজি গান, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়



 কিন্তু এবার পুলিসের এই রূপ দেখে কার্যত অবাক নেটিজেনরা। সোশাল মিডিয়ায় ভাইরাল এই ছবি, নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে। টুইটে অরুণাচল প্রদেশের আইপিএস মধুর বর্মা লিখেছেন, এমন একটা বিছানায় ৮ ঘন্টার ঘুম, এই মুহুর্তে পুলিসের কাছে বিলাসিতা। যদি আপনি একজন পুলিসকর্মী হয়ে থাকেন তাহলে এটা দেখে আপনার গর্ববোধ করা উচিত।
এর আগেও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মেঝেতে বসে স্বাস্থ্যকর্মীর খাবার খাওয়ার ভিডিয়ো কিংবা নিজের সন্তানকে ছুতে না পেরে কান্নায় ভাসতে দেখা গেছে করোনা যোদ্ধাদের। কিন্তু এই দুজনের ক্লান্ত শরীরে রাস্তায়  কিছুক্ষণ শরীর এলিয়ে নেওয়ার মর্মস্পর্শী ছবি দেখে আবেগের জোয়ারে ভেসেছেন অনেকে। কেউ কেউ আবার করোনা যোদ্ধাদের জন্য আরও ভালো বিশ্রামাগার ও যত্নের পক্ষে সওয়াল করেছেন। সব মিলিয়ে এত আত্মত্যগের পর যে কবে সুদিন আসবে সে দিকেই তাকিয়ে গোটা দেশ।