নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মাঝে অন্তর্জালে ভাইরাল পুরনো ভিডিয়ো। এক মহিষের উপরে নির্মম অত্যাচার। তার মধুর প্রতিশোধ নিল অবলা প্রাণীটি। ওই মহিষকে জোরে দৌড় করাতে চাবুকের ঘা মেরে ছুটিয়ে নিয়ে চলেছে কয়েক জন যুবক। কিন্তু মাঝ রাস্তাতেই গাড়ি উল্টে দেয় মহিষ। রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় একটি ঠেলা গাড়িতে মহিষকে বেঁধে দৌড় করাচ্ছে ৫ যুবক। অবলা প্রাণীটিকে দ্রুত দৌড় করানোর জন্য চলছে প্রহারও। মহিষটি ছুটেও চলেছে। কিন্তু হঠাত্ই সেটি প্রচণ্ড জোরে চলে গেল রাস্তার ওপারে। গাড়ির চাকা ডিভাইডারে লেগে গেল উল্টে। কুপোকাত ৫ যুবক। 'অমানুষ'দের হাত থেকে পরিত্রাণ পেল মহিষটি।


ভিডিয়োটি টুইট করে লেখা হয়েছে, 'মহিষটি মধুর প্রতিশোধ নিয়েছে। এই ধরনের লোককে মানুষ বলা উচিত নয়।'                


(সতর্কীকরণ: ভিডিয়োটিতে এমন শব্দের ব্যবহার রয়েছে, যা শিশুদের জন্য উপযুক্ত নয়। তাই দেখার সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করুন।)



এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা। সকলেই লিখেছেন, অত্যন্ত অমানবিক কাজ। কেউ কেউ লিখেছেন, এটাই কর্মের ফল। ঠিক হয়েছে।     




এমন আচরণ কখনই কাম্য নয়। বহুবার এনিয়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু তাও এমন ছবি আকছার ভাইরাল হচ্ছে।       


আরও পড়ুন- উত্তরপ্রদেশ সরকারের অনুমতি ছাড়া শ্রমিক নিতে পারবে না অন্য রাজ্যগুলি: যোগী