Viral Video: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে `দ্বন্দ্ব`, বিমানে কংগ্রেস নেত্রীর সঙ্গে স্মৃতির `বাকযুদ্ধ`
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই নেতার ভিডিও।
নিজস্ব প্রতিবেদন: পেট্রল-ডিজেল, রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধি। জ্বালানির জ্বালায় 'নাজেহাল' মধ্যবিত্ত। এই নিয়ে বিমানের মধ্য়েই বাকবিতণ্ডায় জড়ালেন দুই নেতা। একজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Union minister Smriti Irani)। অন্যজন মহিলা কংগ্রেসের নেত্রী নীতা ডি'সুজা (Mahila Congress President Netta D’Souza)।
ঘটনাটি ঘটেছে দিল্লি গুয়াহাটি বিমানে। একই বিমানে সফর করছিলেন স্মৃতি ইরানি (Union minister Smriti Irani) এবং নীতা ডি'সুজা (Mahila Congress President Netta D’Souza)। জানা গিয়েছে, বিমানের মধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন মহিলা কংগ্রেসের নেত্রী। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন তিনি। পরে সেই ভিডিও টুইটারে শেয়ার করেন নীতা ডি'সুজা (Mahila Congress President Netta D’Souza)। তিনি লেখেন, "গুয়াহাটির পথে মোদীর মন্ত্রী স্মৃতি ইরানির মুখোমুখি। এলপিজি-র মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই, উনি টিকা, রেশন এবং এমনকী দরিদ্রদের উপর দায় ঠেললেন!"
ভিডিওতে দেখা যাচ্ছে কংগ্রেস নেত্রীর প্রশ্নে দমে যায়নি কেন্দ্রীয় মন্ত্রী। নীতা ডি'সুজাকে (Mahila Congress President Netta D’Souza) উত্তর দেন স্মৃতি ইরানি (Union minister Smriti Irani)। তিনি বলেন, "দয়া করে মিথ্যা কথা বলবেন না। দেশবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। ১.৮৩ বিলিয়ন মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।" এমনকী, কংগ্রেস নেত্রীর পাল্টা ভিডিও নেন বিজেপি সাংসদ।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই নেতার মৌখিক লড়াইয়ের ভিডিও।
আরও পড়ুন: CPM Party Congress: সীতারাম ইয়েচুরিই সাধারণ সম্পাদক, পলিটবুরো থেকে অব্যাহতি বিমান বসুর
আরও পড়ুন: মোদীর পছন্দের খিচুড়ি রাঁধলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, শেয়ার করলেন সেই ছবিও