ওয়েব ডেস্ক: আজ তৃতীয় দিনের জন্য স্থগিত অমরনাথ যাত্রা। কোনও যাত্রীকেই জম্মু শহরের ভগবতি নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে যেতে দেওয়া হচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি মাসের দু তারিখ থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। রবিবার পর্যন্ত এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো ৩৮জন তীর্থযাত্রীর মধ্যে কেবল মাত্র আট হাজার ছশো এগারোজনের পবিত্র গুহা দর্শন সম্পুর্ণ হয়েছে। বাকিরা উত্তর কাশ্মীরের বালতাল এবং দক্ষিণ কাশ্মীরের নুনওয়ান বেস ক্যাম্পে অপেক্ষা করছেন।


জম্মুতে রয়েছেন আরও ১৫ হাজার যাত্রী। এ অবস্থায় অমরনাথ যাত্রা স্থগিত রাখায় সমস্যায় দর্শনার্থীরা।


পুলিস সূত্রের খবর, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রায় সবুজ সঙ্কেত দেওয়া সম্ভব নয়। হিজবুলের পোস্টার বয় বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে শনিবার থেকে উত্তপ্ত উপত্যকা। সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১জন। কার্ফু উপেক্ষা করে আজও উপত্যকাজুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে। বন্ধ রাখা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা।


কাশ্মীরে নিহত হিজবুলের 'পোস্টার বয়'