নিজস্ব প্রতিবেদন: স্লিপে নয়, ভোটার কার্ডের বিকল্প হিসাবে দেখাতে হবে সচিত্র পরিচয় পত্র। আসন্ন লোকসভা ভোটে নির্বাচন কমিশনের পাঠানো ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে পারবেন না কোনও ভোটার। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এতদিন ভোটার কার্ড ছাড়াও বিকল্প হিসাবে যে সমস্ত পরিচয় পত্র দেখা হত তারমধ্যে অন্যতম ছিল নির্বাচন কমিশনের দেওয়া এই ভোটার স্লিপও। তবে আসন্ন লোকসভা ভোটে বিকল্প পরিচয় পত্র হিসেবে এই স্লিপ গ্রাহ্য করা হবে না বলেই সাফ জানানো হয়েছে কমিশনের তরফে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনার দাবি, নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের



দীর্ঘদিন অভিযোগ আসছিল ভোটার স্লিপ নিয়ে কারছুপি হয়ে থাকে। কাজেই চলতি বছর জালিয়াতি রুখতে সমস্ত দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যাঁদের ভোটার কার্ড নেই তাঁরা স্লিপ বাদ দিয়ে অন্যান্য সচিত্র পরিচয় পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।ভোটার কার্ডের বদলে কোন কোন পরিচয় পত্র গ্রাহ্য হবে-  ব্যাঙ্কের সচিত্র পাসবুক, প্যান কার্ড, আধার কার্ড, পেনশন ডকুমেন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দেখিয়ে ভোট দিতে পারবেন। নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটের তাগিদে রাজ্যে মোতায়েন হয়েছে আধাসেনা। চলছে রুটমার্চ থেকে এরিয়া ডমিনেশন। সব মিলিয়ে আসন্ত লোকসভা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে মরিয়া নির্বাচন কমিশন।