ব্যুরো: দেশের দশটি রাজ্যের তেত্রিশটি বিধানসভা আসন ও তিনটি লোকসভা আসনে আজ উপনির্বাচন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুজরাতের ভদোদরা আসনটি। লোকসভা নির্বাচনে এই আসন থেকেই জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বারাণসী আসনটি রেখে ভরোদরা আসনটি ছেড়ে দেন তিনি।


একইভাবে মুলায়ম সিং যাদবের ছেড়ে দেওয়া উত্তর প্রদেশের মৈনপুরি আসনে ভোট হচ্ছে। ভোট হচ্ছে তেলেঙ্গানার মেডাক লোকসভা আসনেও। এছাড়াও উত্তর প্রদেশের এগারোটি, গুজরাতের নটি, রাজস্থানের চারটি, এরাজ্যের দুটি, উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি এবং ছত্তিসগড় ও অন্ধ্রপ্রদেশের একটি করে বিধানসভা আসনে ভোট হচ্ছে।