জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল মন্দিরের সমান। কিন্তু এবার স্কুলের ভিতরেই লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে আসল। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মদের আসর বসেছে স্কুলের প্রাঙ্গনে। শুধু তাই নয়, সেই আসরে ডাকা হয়েছে নর্তকীদের। তাদের অশ্লীল নাচের ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। লজ্জাজনক এই ঘটনাটি ঘটে, বিহারের জালাই থানার অন্তর্গত একটি সরকারি স্কুলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর এলাকায় হইচই পড়ে যায়। জানা গিয়েছে, ভিডিয়োটিতে যেসব লোকেদের দেখা গিয়েছে তারা বরযাত্রীর অংশ ছিল। বিয়ের বাড়ির জন্য তারা স্কুলে রাত কাটাতে এসেছিল। মজা করার জন্য তারা এই আসরের আয়োজন করে।


ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ভোজপুরি গানে চার জন মহিলা অশ্লীলভাবে নৃত্য পরিবেশন করছে। তাদের ঘিরে কিছু মত্ত লোক নাচ করছে। এলাকার কয়েকজন বাসিন্দা প্রশ্ন তুলেছে, শিক্ষা দফতর কীভাবে স্কুলে এমন অনুষ্ঠানের অনুমতি দিল।


জালাই থানার ইনচার্জ মমতা কুমারী বলেন, 'পুলিস এ ধরনের কোনও অনুষ্ঠানের অনুমতি দেয়নি। ভাইরাল ভিডিয়োটি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি।


আরও পড়ুন:Arunachal Pradesh: ছিঃ, পড়তে এসেই কাল হল! ২১ কচিকাঁচার সঙ্গে হেডমাস্টার আর শিক্ষকরা নাগাড়ে...


উল্লেখ্য, কিছুদিন আগেই স্কুলের সাফল্য এবং খ্যাতি আনার জন্য ক্লাস টু-র এক ছাত্রকে তন্ত্র-মন্ত্রের অংশ করে। শুধু তাই নয়, সেই আচারের ফল হিসাবে সেই নিষ্পাপ পড়ুয়াকে বলি দেওয়া হয়। পুলিস বৃহস্পতিবার স্কুলের ডিরেক্টর-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩জন শিক্ষক ছিল। ঘটনাটি ঘটে, হাথরসের সাহপাউনার সীমানায় রাসগাওয়ানের ডিএল পাবলিক স্কুল।


পুলিস তদন্তে জানা গিয়েছে যে স্কুলের ডিরেক্টর দিনেশ বাঘেলের বাবা কালো জাদু এবং তান্ত্রিক আচার-অনুষ্ঠানে বিশ্বাস করতেন এবং তার ছেলে এবং তিনজন শিক্ষকের সঙ্গে তারা বিশ্বাস করতেন যে একটি সন্তানকে বলিদান তাদের সাফল্য এবং খ্যাতি এনে দেবে। হত্যার পিছনে অভিযুক্ত উদ্দেশ্য ছিল আর্থিক চাপের মধ্যে থাকা স্কুলের সমৃদ্ধি নিশ্চিত করা। অভিযুক্তরা বিশ্বাস করেছিল যে মানব বলিদান স্কুলের সাফল্যের দিকে নিয়ে যাবে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)