OMG! দিনের আলোতে কারও চোখে পড়ল না, কিন্তু `ইনি` রাস্তাতেই হাঁটছিলেন (ভিডিও)
আপনি কী কখনও আপনার ঘরের পাশে বা রাস্তায় কোনও ধরনের অদ্ভুত ঘটনা দেখেছেন? বা অনুভব করেছেন? হয়তো করেছেন! আবার অনেকেই করেননি। যাই হোক এবার আসা যাক আসল কথায়। ভূত দেখেছেন? ভাবছেন তো, সকাল সকাল কী ভুল ভাল কথা...
ওয়েব ডেস্ক : আপনি কী কখনও আপনার ঘরের পাশে বা রাস্তায় কোনও ধরনের অদ্ভুত ঘটনা দেখেছেন? বা অনুভব করেছেন? হয়তো করেছেন! আবার অনেকেই করেননি। যাই হোক এবার আসা যাক আসল কথায়। ভূত দেখেছেন? ভাবছেন তো, সকাল সকাল কী ভুল ভাল কথা...
না ভুল নয়। অতি সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যা দেখে যে কোনও মানুষের পিলে চমকে যাওয়া কথা। আপনারও চমকাবে বলেই মনে হয়। দিল্লি থেকে পাঞ্জাবের ফাজিলকা শহরকে জুড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার গাড়ি এই রাস্তাটি দিয়ে চলাচল করে। সেদিও চলছিল। হঠাত্ই কয়েকটি গাড়ির সামনে দিয়ে একজন মানুষ দিব্যি হেঁটে চলে গেলেন। অথচ, কেউই তাঁকে দেখতে পেলেন না। ধরা পড়ল শুধুই রাস্তার সিগন্যালে লাগানো সিসিটিভি ফুটেজে। আপনিও পরিস্কার দেখতে পারবেন নিচের ভিডিওটি দেখলে।