ছাত্রাবাসের ঘর থেকে মহিলা সাফাইকর্মীকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলল হোস্টেল সুপারের স্বামী!
ছাত্রাবাসে আশ্রয় নেওয়ায় মহিলা সাফাইকর্মীকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে দিলেন হোস্টেল সুপারের স্বামী! দেখুন সেই ভিডিয়ো...
নিজস্ব প্রতিবেদন: তিন মাসের শিশুকে নিয়ে হোস্টেলের একটি খালি ঘরে আশ্রয় নিয়েছিলেন সেখানকার এক মহিলা সাফাইকর্মী। এই ‘জবর দখল’-এর অপরাধে ওই মহিলা সাফাইকর্মীকে হোস্টেলের ঘর থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে দিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি হোস্টেল সুপারের স্বামী। ঘটনার ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: গ্রেফতার হতে ভয় পাই না, ভিডিয়ো বার্তায় জানালেন বিহারের ‘পলাতক’ বিধায়ক
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের কোরিয়া জেলার বারওয়ানি কন্যা আশ্রমে। এই ঘটনায় যাঁর বিরুদ্ধে ওই মহিলাকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তিনি হোস্টেল সুপার সুমিলা সিংয়ের স্বামী রঙ্গলাল সিং। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত রঙ্গলাল সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।