নিজস্ব প্রতিবেদন : পুনের লক্ষ্মী রোড তখন চলছে গণেশ বিসর্জনের শোভাযাত্রা। রাস্তা জুড়ে ভিড় হাজার হাজার মানুষের। এমন সময়ে ভেসে এল অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। শোভাযাত্রার পেছনে রোগী নিয়ে হাজির একটি অ্যাম্বুলেন্স। কিন্তু এত ভিড়ের মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স এগোবে কী করে? রোগীর পরিজনেরা যখন শঙ্কায় কাঁপছেন, তখনই পুনের মানুষের মানবিক দিকের সাক্ষী থাকল দেশ। অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিতে রাস্তার দুই পাশে সরে গেল জনতা। জনসমুদ্রের মধ্যে তৈরী হওয়া রাস্তা দিয়েই এগিয়ে গেল অ্যাম্বুলেন্স। গোটা ঘটনাটিই ধরা পড়েছে রাস্তার পাশের একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুণেবাসীর সেই মানবিক দিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শোভাযাত্রার উদ্যোক্তারা জানান, বিষয়টি নজরে আসে শোভাযাত্রার একদম পেছনের অংশে থাকা জনতার। তার পরেই তাঁরা তড়িঘড়ি জনতাকে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিতে দুই পাশে সরে যেতে অনুরোধ করেন। সঙ্গে সঙ্গেই রাস্তার ভিড় দুই ভাগে ভাগ হয়ে যায়। মধ্যের অংশ দিয়ে এগিয়ে যায় অ্যাম্বুলেন্স। আর তার ফলেই সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় রোগীকে।  


আরও পড়ুন:  ‘বাকি ছবি দেখতে চাই না’, মোদীর ট্রেলর মন্তব্যে কটাক্ষ সিব্বলের