নিজস্ব প্রতিবেদন: প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশের বিভিন্ন রাজ্য। ঠিক এক মাস আগেই যেখানে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় গড় তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছিল, সেখানে এখন বৃষ্টির ফলে গরম অনেকটাই কমেছে। কারণ, বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। আর এই বর্ষার ঠেলায় সরকারি দফতরে রীতিমতো চেয়ারে পা তুলে বসে কাজ করতে হচ্ছে কর্মীদের। কারণ, টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে ইনদৌর-সহ মধ্যপ্রদেশের একাধিক এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্মার্টফোনে আত্মহত্যার ভিডিয়ো দেখে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল ১২ বছরের মেয়ে!


শনিবার থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে ইনদৌর-সহ মধ্যপ্রদেশের একাধিক এলাকায়। আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে ইনদৌরের বিভিন্ন এলাকা। বাদ পড়েনি ইনদৌর পুরসভার অফিসও। টানা বৃষ্টিতে পুরসভার একাধিক ঘরে জল ঢুকে গিয়েছে। জমা জলেই চেয়ারে রীতিমতো পা তুলে কাজ করতে হচ্ছে পুর-কর্মীদের। এই জলছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। এক নজরে দেখে নিন জল থৈ থৈ ইনদৌর পৌরসভার সেই ভিডিয়ো...