ওয়েব ডেস্ক: আজ ব্যাঙ্ক বন্ধ। কাল খুলছে। আপনার বাড়িতে নিশ্চই বেশ কয়েকটি পাঁচশো ও হাজার টাকার নোট রয়েছে? কী করবেন? আপনার মনে ওঠা যাবতীয় প্রশ্নের উত্তর রয়েছে আমাদের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশ্ন ১- বৃহস্পতিবার ব্যাঙ্ক খুললে কী করব?


উত্তর: বাতিল ৫০০ বা ১০০০ টাকার নোটগুলির হিল্লে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে যাবেন


প্রশ্ন ২- বাতিল নোট কীভাবে বদলাব?


উত্তর: a. ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ৪ হাজার টাকা পর্যন্ত পুরনো নোট বদলে নতুন নোট নেওয়া যাবে।


আরও পড়ুন জানুন কোন ফর্ম ফিল আপ করে তবেই নোট বদল করতে পারবেন


b. ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ৪ হাজার টাকার বেশি অঙ্কের পুরনো নোট বদলে দেওয়া হবে।


কী লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড।


প্রশ্ন ৪- নোট না বদলে কী করতে পারি?


উত্তর: a.১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে যত খুশি টাকা জমা দিতে পারা যাবে।


কী লাগবে: ব্যাঙ্ক বা পোস্ট অফিসে চালু অ্যাকাউন্ট।


আরও পড়ুন সাদা ২০০০ টাকার নোট কালো করলেই গেরোয় পড়বেন কালোবাজারিরা!


b. ৩১ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত RBI এর বলে দেওয়া অফিসগুলি যতখুশি টাকা জমা দেওয়া যাবে।


কী লাগবে: পরিচয় পত্র, প্যান কার্ডের জেরক্স ও ডিক্লিয়ারেশন ফর্ম।


প্রশ্ন ৫- নতুন নোটে কীভাবে টাকা তুলব?


উত্তর: a. ১০ নভেম্বর থেকে ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলি থেকে দিনে সর্বোচ্চ ১০ হাজার ও সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যাবে।


কী লাগবে: উইথড্রয়াল স্লিপ অথবা ব্যাঙ্ক চেক।


b. ১০ নভেম্বর থেকে ATM-এ দিনে ২ হাজার টাকা তোলা যাবে। ১৯ নভেম্বর থেকে ATM-এ দিনে ৪ হাজার টাকা তোলা যাবে।


কী লাগবে: ATM কার্ড


প্রশ্ন: ৬- কেনাকাটা কী করে করব?


উত্তর: ৮ নভেম্বর মধ্যরাত থেকে পুরনো নোটে যে কোনও আর্থিক লেনদেন অবৈধ। কেনাকাটা করতে হবে নতুন নোটেই। অথবা কম অঙ্কের নোট দিয়ে। অনলাইনে কেনাকাটা আগের নিয়মেই হবে।