নিজস্ব প্রতিবেদন: 'ফের দেখা দিতে পারে করোনাভাইরাস (Coronavirus)। জাতীয় স্তরে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে ব্যবস্থা নিতে হবে,' করোনার দ্বিতীয় ওয়েভের (Second Wave of Covid19) সঙ্গে লড়াইয়েই যখন হিমশিম অবস্থা ভারতের তখন ফের এমনই সতর্কবার্তা দিল কেন্দ্র। দেশে কোভিড ১৯ এর বিধিনিষেধ আরোপ সহ অন্যান্য গৃহীত ব্যবস্থা কঠোরভাবে মেনে চলতে হবে এবং একইসঙ্গে পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন, স্বীকার কেন্দ্রের। কোভিডের দ্বিতীয় ওয়েভ সম্পর্কে উদাসীন  ছিল কেন্দ্রীয় সরকার এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পালের (V K Paul) মত, 'আমরা আমাদের তরফ থেকে অবিরত সতর্ক করেছি যে কোভিডের দ্বিতীয় ঢেউ আসবে। আমরা বলেছিলাম যে মোট জনসংখ্যার ৮০ শতাংশই এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাইরাস কোথাও পালিয়ে যায়নি। বাকি সব দেশেই এই ভাইরাস ফের মাথা চাড়া দিয়েছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা-কালে কোথায় Amit Shah? খুঁজে দিন, দিল্লির থানায় 'মিসিং ডায়েরি' NSUI-র


আরও পড়ুন: 'তেরা মুঝসে হ্যায় পেহলে কা নাতা কোয়ি', কিশোরের গানে মরণাপন্ন মাকে ছেলের বিদায়


বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তাঁর দাবি,'প্রধানমন্ত্রী ১৭ই মার্চে বলেছিলেন দ্বিতীয় ওয়েভের কথা এবং এর সঙ্গে আমাদের লড়ার কথাও বলেছিলেন। কিন্তু এই ঢেউ কতদিন টিকবে বা কতটা ভয়াবহ হবে সে সম্পর্কে কেউই জানত না কারণ ভাইরাসটির চরিত্র বোঝা দায়। আর তাই আবার করোনা আসতে পারে। আবার শীর্ষে পৌঁছতে পারে গ্রাফ।তাই প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। প্যানিক করলে চলবে না।' তিনি আরও বলেন,'এটা নতুন কিছু নয়। এর আগে বহু অন্যান্য দেশ একবার অতিমারির পর অনেকবার তাঁর আফটারশকের সঙ্গে মোকাবিলা করেছে।' ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করলে জানা যায় আগামিদিনে তা গ্রামেও পৌঁছবে, জানান ভি কে পাল। টিকাকরণও কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে চলাই একমাত্র উপায় বলে জানান তিনি। সব মিলিয়ে কোভিডের দ্বিতীয় ওয়েভের মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা ব্যর্থ বলে সরব হচ্ছেন যাঁরা তাঁদের উদ্দেশেই এই বার্তা বলে মনে করা হচ্ছে। লড়াইয়ে কেন্দ্রীয় সরকার কোনো খামতি রাখেনি বলেই দাবি নীতি আয়োগের।