নিজস্ব প্রতিবেদন: বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব রাজনীতির মঞ্চে সুবিদিত। তাঁর দল ভাঙাতে পিছন থেকে কলকাঠি নাড়ছে নীতীশ। এটা তাঁর বদ্ধমূল ধরনা। তাই এবার জেডিইউ নেতাকে নিশানা করলেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান। সরাসরি নীতীশকে দলিতবিরোধী বলে তোপ দাগলেন তিনি। একই সঙ্গে বিজেপিকে মনে করালেন, 'নীতীশ নয়, অসময়ে আমরাই পাশে ছিলাম'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন কড়া ভাষায় বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাশ পাসওয়ানের পুত্র। তিনি অভিযোগ করেন, মনের মধ্যে দলিত বিরোধী ধারনা পোষণ করেন নীতীশ কুমার। এমনকি দলের দলিত নেতাদের সঙ্গেও বৈষম্যমূলক ব্যবহার করেন বিহারের মুখ্যমন্ত্রী। আত্মবিশ্বাসের সুরে জুনিয়র পাসওয়ান জানান, তাঁর বিশ্বাস নীতীশের এই দলিতবিরোধী মনোভাবের আঁচ পায়নি বিজেপি। জোটসঙ্গীকে অন্ধকারে রেখেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: মুক্ত অর্থনীতির ৩০ বছর পার, আর্থিক বৃদ্ধিতে দরকার আরও একটা বড় সংস্কার


আরও পড়ুন: উত্তরপ্রদেশে জাল বিছিয়েছে ধর্মান্তরণ ব়্যাকেট, ATS-এর হাতে গ্রেফতার ২


পাশাপাশি, এনডিএ জোটে এলজেপির গুরুত্বও বুঝিয়ে দেন চিরাগ পাসওয়ান। সাফ জানান, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে যখন প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে মোদীর নাম ঘোষিত হয়েছিল, তখনই এনডিএ জোটে যোগ দেয় এলজেপি। নীতীশ কুমার কিন্তু তখন জোটে ছিলেন না। লোক জনশক্তি দলের নেতার হুঁশিয়ারি, '৬ শতাংশ দলিত ভোট এখনও আমাদের সঙ্গেই রয়েছে।'