Weather Update: তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে আরও কয়েকদিন; কপালে বৃষ্টি জুটবে কবে, কী বলল আবহাওয়া দফতর
Weather Update: জঙ্গলমহলের জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় তীব্র গরমে হাসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারন মানুষের। সাধারন মানুষকে দেখা যাচ্ছে ছাতা মাথায়, মুখ চোখ ঢেকে বাইরে বেরোচ্ছেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চৈত্র মাসেই নাজেহাল করার মতো গরম। প্রতিদিনই চড়ছে পারদ। বহু জেলায় তাপ প্রবাহের সতর্কতা। পয়লা বৈশাখের পর পর্যন্ত চলবে তীব্র দহন। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এনিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষকরে পশ্চিমের জেলাগুলিতে। জঙ্গলবমহলের জেলা -গুলির পরিস্থিতি এমনই যে সকাল নটার পর রোদের তাপ এতটাই বেড়ে যাচ্ছে যে বাইরে বের হতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন-মায়ানমারের গ্রামে ভয়ংকর বিমানহানা, মহিলা ও শিশু-সহ নিহত কমপক্ষে ১০০
গতকালের তুলনায় রাজ্যে তাপমাত্রা বাড়ল কমপক্ষে ১ ডিগ্রি। মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাতা ছিল ৩৭.৪ ডিগ্রি। বুধবার তা বেড়ে হল ৩৮.৬ ডিগ্রি। রবিবার তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি। আবাহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সাধারণত প্য়াচপেচে আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি। আগামী ১৬ তারিখ পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এখনই বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। একমাত্র পাহাড়ের তিন জেলা বাদে সব জায়গায় বাড়ছে তাপমাত্রা। বেলা যত বাড়বে ততই বাড়বে তাপমাত্রা।
সপ্তাহান্তে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া বইবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা আরো বাড়তে পারে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনী ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
সপ্তাহান্তে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।বৃষ্টির সম্ভাবনা কম। আরো বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
এদিকে, ৩৮.৪ ডিগ্রিতে ফুটছে পুরুলিয়া জেলা । তীব্র গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়া জেলাবাসীর। রৌদ্রের তাপে শুকিয়েছে নদীর জল । বিগত কয়েকদিন ধরেই পুরুলিয়া জেলার তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। বেলা যত বাড়ছে তাপমাত্রার পারদ ততই বাড়ছে । জঙ্গলমহলের জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় তীব্র গরমে হাসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারন মানুষের। সাধারন মানুষকে দেখা যাচ্ছে ছাতা মাথায়, মুখ চোখ ঢেকে বাইরে বেরোচ্ছেন । ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় জমছে মানুষের । আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আগামী দুদিনে তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে । তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া জেলায়।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্য়ে যেমন দার্জিলিং, কালিম্পং রয়েছে তেমনি রয়েছে জলাপাইগুড়িও। পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলে বৃষ্টির দেখা নেই। সকাল নটার সময়েই তাপ সহ্য করা কঠিন। এরপরবেলা বাড়ার সঙ্গে রাস্তা ফাঁকা হয়ে য়াবে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা বুঝিয়ে দিল আগামী কয়েক দিন তাপ ও প্রবাহের পরিস্থিতি থাকবে বাংলায়। উত্তরবঙ্গ পিছিয়ে নেই।
বর্ধমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়াতে ঘাড়ে নিশ্বাস ফেলছে পারদ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশেই দমদম বিমানবন্দরে তাপমাত্রা চড়লো ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদাতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। বালুরঘাটে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস আর বাগডোগরাতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এর তাপমাত্রাও কুড়ি ডিগ্রি পেরিয়ে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উল্লেখযোগ্য তাপমাত্রা ছিল এদিন আসানসোলে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডাতে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুরে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিংয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
-তথ্য-অয়ন ঘোষাল, রণয় তিওয়ারি, প্রদ্যুত দাস ও মনোরঞ্জন মিশ্র