নিজস্ব প্রতিবেদন: জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফের একই এলাকায় উড়তে দেখা গেল একটি ড্রোনকে। বুধবার সকালেই সেনার নজরে আসে একটি উড়ন্ত ড্রোন৷ বারবার বায়ু সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হানা নিয়ে চিন্তিত সেনা ও সামরিক মহল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ভোরে ৪.০৫ মিনিটে একটি ড্রোনকে দেখা যায়। সাতওয়ারির বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশপথে কয়েশো মিটার দূরত্বে উড়তে দেখা গিয়েছে। ২৭ জুন বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। আহত হয়েছিলেন দুই জওয়ান। এরপরই ২৯ জুন দেশের উচ্চ পর্যায়ের সুরক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


আরও পড়ুন, ডিসেম্বরের মধ্যে কত টিকা? উত্তর না মেলায় ওয়াকআউট TMC-র, মমতার থেকে শেখার পরামর্শ


মঙ্গলবারই জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান যে এই ড্রোন হামলার নেপথ্যে রয়েছে কোনও সন্ত্রাসী দল। কিন্তু এইভাবে সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা সুরক্ষার প্রেক্ষাপটে নতুন দিক নিয়ে এসেছে৷ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে এখনও তদন্ত চলছে৷ 


যদিও দিলবাগ সিংয়ের দাবি যে এর আগেও এই ড্রোনের মাধ্যমে কাঁটাতারের সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরে পাকিস্তান থেকে বেআইনি অস্ত্রশস্ত্র, অর্থ এবং জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নানাবিধ সামগ্রী আনা হয়ে থাকতে পারে। কারণ প্রথমবারের ড্রোন হামলার পর জম্মুর আরেকটি এলাকা থেকে প্রায় সাত কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করে পুলিস৷