নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কে ত্রিপুরার রাজ্যপাল। পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতার চাকরির জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তথাগত রায়। এনিয়ে সেরাজ্যে তোলপাড় শুরু করেছে  সিপিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাঝ আকাশে ইঞ্জিন বিকল এয়ার ইন্ডিয়ার বিমানের, অল্পের জন্য প্রাণে রক্ষা ২৪০ যাত্রীর
গত ১৪ মার্চ তথাগত সর্বদমন রায় নামে এক চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্টের বায়োডাটা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পাঠান। সঙ্গে একটি চিঠি। ওই চিঠিতে তথাগত লিখেছেন, ‘১৯৯০ সাল থেকে পার্টি কর্মী 


হিসেবে সর্বদমন রায়কে চিনি। উনি একজন চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্ট। বিভিন্ন বেসরকারি কোম্পানিতে কাজ করেছেন। উনি আপনার সরকারে পরামর্শদাতা হিসেবে কাজ করতে চান। বিষয়টি বিবেচনা করে দেখবেন।’


আরও পড়ুন-সীমান্ত লাগোয়া এলাকায় জাল সার্টিফিকেটের রমরমা, চিন্তায় বিকাশ ভবন
চিঠির বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি নিয়ে রাজ্যে হইচই শুরু হয়ে যায়। এ ব্যাপারে তথাগত সংবাদ মাধ্যমে বলেন, ‘কারও চাকরির সুপারিশের করার মধ্যে অনৈতিকতার কী রয়েছে বুঝতে 


পারি না। আমি এমন একজন লোকের কথা বলেছি যাঁর যোগ্যতা রয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের কিছু লোক বিষয়টি নিয়ে জলঘোলা করছেন।’ পাশাপাশি তিনি ট্যুইট করেন। লেখেন,'হাঁ ওই ধরনের 


চিঠি লিখেছে। চিঠিটি গোপন কোনও বিষয় নয়।  এর পরও কেউ ‌যদি কলম্বাসের মতো আমেরিকা আবিস্কারের মজা পায় তাহলে তা তারা করুক।'
বিষয়টি একপ্রকার এড়িয়ে ‌যান মুখ্যমন্ত্রীর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি সঞ্জয় মিশ্র। সংবাদ মাধ্যমে তিনি বলেন, দফতরে খোঁজ না নিয়ে তিনি কিছুই বলতে পারবেন না। অন্যদিকে 


রাজ্যপালের সেক্রেটারি সমরজিৎ ভৌমিক জানান, ব্যক্তিগতভাবে তিনি ওই ধরনের কোনও চিঠির কথা জানেন না। 
এনিয়ে বলতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, ‘উনি রাজ্যপালের দফতরটিকে পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। রাজ্যপালের কোনও রাজনৈতিক পরিচয় থাকে না। গোটা বিষয়টাই সংবিধানের পরিপন্থী।’