ওয়েব ডেস্ক : শ্রীনগর থেকে বিকানীর। দেশের পশ্চিম সীমান্তের আকাশ বরাবর নিজেদের শক্তিপরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, 'এক্সারসাইজ ট্যালকন' নামে এই মহড়ায় মোট ১৮টি এয়ারবেস ও ওই এলাকায় বায়ুসেনার সব ইউনিটগুলিই অংশ নেয়। উরি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ বেড়েছে। একদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের আকাশে F-16 ফাইটার জেট চক্কর কাটে বলে খবর, অন্যদিকে তখন ভারতের আকাশে মহড়া দেয় বায়ুসেনা।


সবকটি এয়ারবেসেই জারি করা রয়েছে চূড়ান্ত সতর্কতা। । চারদিকে যুদ্ধ-যুদ্ধ আবহ। ইতিমধ্যে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রেখে ভারত-পাক সীমান্ত বরাবর ৭৭৮ কিমি এলাকায় নিজেদের অস্ত্রভান্ডার ঝালিয়ে নিয়েছে সেনাও।