জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা দেখা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডার সনে। এই বৈঠক নিয়ে তৈরি হওয়া জল্পনার উত্তরে একটি বিবৃতি দিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন যে যদি তাকে দেখা করতেই হয় তবে তিনি প্রকাশ্যেই তা করবেন কারণ দুজনেই হিমাচল প্রদেশের মানুষ এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।


আনন্দ শর্মা বলেন জেপি নাড্ডার সঙ্গে তার "পুরনো সামাজিক এবং পারিবারিক সম্পর্ক" রয়েছে। তিনি আরও বলেন "আমি খুশি যে আমার রাজ্য এবং বিশ্ববিদ্যালয় থেকে আসা কেউ শাসক দলের সভাপতি"।


জেপি নাড্ডার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, আনন্দ শর্মা বলেন, "মতাদর্শগত পার্থক্য মানে ব্যক্তিগত শত্রুতা নয়, ... আমাকে যদি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে হয় তবে আমি সকলের সামনে দেখা করব। এটা আমার অধিকার। আমি কোনও জল্পনা-কল্পনায় ইন্ধন দেব না।"


প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা বলেন যে হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাকে এবং নাড্ডাকে শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানিয়েছে।


আরও পড়ুন: Bihar Rape: তরুণীকে অপহরণ করে 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত


আনন্দ শর্মা জি-২৩ গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই গ্রুপ কংগ্রেস সংগঠনে আমূল পরিবর্তনের আহ্বান জানিছে এবং পার্টি নেতৃত্বের কিছু সিদ্ধান্তের সমালোচনাও করেছে। আনন্দ শর্মার নাড্ডার সঙ্গে সাক্ষাত নিয়ে জল্পনা এই প্রথম নয়।


ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদে যে কয়েকজন বিশিষ্ট মুখকে দেখা যায়নি তাঁদের মধ্যে অন্যতম আনন্দ শর্মা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)