ওয়েব ডেস্ক : সামনে প্রচুর লগ্নির সুযোগ। তাই আর দেরি না করে এখনই লগ্নি করুন। দেশি-বিদেশি শিল্পদ্যোগীদের কাছে এই বার্তা দিয়েই গতকাল “মেক ইন ইন্ডিয়া উইক”-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নেওয়া যাক, লগ্নির পথ সুগম করতে কী বললেন মোদি-


১) পুরনো লগ্নির উপর কোনও বকেয়া কর নয়। কর ব্যবস্থাকে সরল করাই সরকারের লক্ষ্য।


২) দেশে FDI-এর পরিমাণ বেড়েছে ৪৮ শতাংশ।


৩) দেশের বিপুল সম্ভাবনাকে দুনিয়ার সামনে তুলে ধরাই মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য।


৪) 4D থিওরি- ডেমোক্র্যাসি, ডেমোগ্রাফি, ডিমান্ড ও ডিরেগুলেশন। আর এতেই গতি আসবে শিল্পে।


৫) মেক ইন ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য জাতীয় আয়ে শিল্পের অবদান ২৫ শতাংশে নিয়ে যাওয়া।