ওয়েব ডেস্ক:  পেট্রোল - ডিজেলের আচমকা মূল্যবৃদ্ধি নিয়ে দেশজোড়া চলছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কেন্দ্রের মদতে দাম বাড়াচ্ছে আন্তর্জাতিক তেল সংস্থাগুলি। বিতর্কের মধ্যেই গাড়িতে তেল ভরতে নাভিশ্বাস উঠছে আম নাগরিকের। কিন্তু জানেন কি? তেলের দামে ছাড় পাওয়ার একটি সহজ উপায়ও খোলা রেখেছে কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তেলের দামের আতঙ্কে গ্যারাজ বন্দি মধ্যবিত্তের গাড়ি। সঙ্গে যোগ হয়েছে পুজোর চাঁদার আতঙ্ক। তবে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া একটি তথ্যে কিছুটা স্বস্তি পেতে পারেন তারা। সরকারি তথ্য অনুযায়ী, পেট্রোল বা ডিজেলের দাম ভীম অ্যাপ বা কার্ডে মেটালে কিছুটা ছাড় মিলবে। পেট্রোলে প্রতি লিটারে মিলবে ৪৯ পয়সার ও ডিজেলে মিলবে ৪১ পয়সার ডিসকাউন্ট৷


নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিদিন ওঠানামা করে পেট্রোল, ডিজেলের দাম। প্রথমে মনে করা হয়েছিল, তাতে লাভবান হবে সাধারণ মানুষ। কিন্তু যেভাবে জ্বালানির দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস উঠছে আমজনতার। তাই এই পদ্ধতি জানা থাকলে তারা কিছুটা হলেও ছাড় পাবেন পেট্রোল, ডিজেলে।