ওয়েব ডেস্ক: সকলকে অবাক করে গতকাল, শনিবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর রঘুরাম রাজন জানিয়ে দিয়েছেন যে তিনি এই বছরের ৪ঠা সেপ্টেম্বরের পর আর এই পদে নিজের মেয়াদ বাড়াবেন না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে জানানো হবে পরবর্তী গভর্নরের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু, সংশ্লিষ্ট মহলে সম্ভাব্য গভর্নর হিসাবে শোনা যাচ্ছে বেশ কয়েকটা নাম। এর মধ্যে প্রথমেই রয়েছেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের মুখ্য পদাধিকারী অরুন্ধুতী ভট্টাচার্য্য। এই বাঙালি ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্কের শীর্ষ পদাধিকারী হিসাবে আস্থা অর্জন করেছেন সারা দেশের লগ্নিকারীদের। এর পাশাপাশি, আরবিআই এর বর্তমান ডেপুটি গভর্নর উরজিত প্যাটেলের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য গভর্নর হিসাবে।


এছাড়াও, রাকেশ মোহন, সুবীর গোকর্ণ, অশোক লাহিড়ী, অশোক চাওলা, বিজয় কেলকর প্রমুখের নামও উঠে আসছে আগামী দিনের আরবিআই গভর্নর হিসাবে।


এখন, শুধু সময়ের অপেক্ষা এটা জানার জন্য যে কার সই থাকবে আগামী দিনের ভারতীয় টাকায়।