পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ সীতারামের
ওয়েব ডেস্ক: পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্র সরকারকে সরাসরি নিশানা করলেন সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। "২০১৪ সাল থেকে যেখানে অপরিশোধিত তেলের দাম ৮৫ শতাংশ পর্যন্ত কমেছে, সেখানে ভারতীয়দের কেন বেশি মূল্যে কিনতে হচ্ছে পেট্রোল", টুইটে কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে এই প্রশ্নই করেছেন সদ্য প্রাক্তন হওয়া রাজ্যসভার সাংসদ সীতারাম। একই সঙ্গে তাঁর প্রশ্ন, "যেখানে প্রতি লিটার পেট্রোলে সরকারের খরচ মাত্র ৩১ টাকা, সেখানে সাধারন মানুষকে কেন ৭৯ টাকা দিয়ে (কলকাতায় ৭৩.১২ টাকা/লিটার) এক লিটার পেট্রোল কিনতে হচ্ছে।"
আরও একধাপ এগিয়ে সীতারাম টুইট করে জানিয়েছেন,"গত তিন বছরে বিজেপি সরকার ধনী কর্পোরেটদের ২ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে। সাধারণ মানুষ পেট্রোল কিনতে যে অতিরিক্ত মাসুল দিচ্ছে সেই অর্থই কি কর্পোরেটদের ঋণ দিতে ব্যবহার করা হচ্ছে?"