নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার আর্জি জানিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদীই। এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই দাবি সরাসরি খারিজ করে দেওয়া হয় নয়া দিল্লির তরফে। কিন্তু মোদীর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা। সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানায় কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কংগ্রেসের একাধিক নেতা টুইটে সমালোচনা করে জানান, মোদী সরকারের বরবারই অবস্থান, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক সমস্যা সেখানে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই। কিন্তু এই অবস্থান থেকে সরে যদি নরেন্দ্র মোদী এমন আবেদন করে থাকেন, তা হলে তাঁর মুখ খোলা উচিত বলে বিরোধীরা দাবি করেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দাবি, প্রধানমন্ত্রী বলা উচিত না হয় মার্কিন প্রেসিডেন্ট মিথ্যে কথা বলছেন বা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীর নিয়ে এমন কথা হয়েছে তাঁর।


আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থতা চাননি মোদী, ট্রাম্পের দাবি খারিজ করল দিল্লি


উল্লেখ্য, হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনা করতে প্রস্তুত। এর আগে একাধিকবার আলোচনার জন্য উদ্যোগ নেওয়া হয়। দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার দাবি জানান ইমরান। তখনই ডোনাল্ড ট্রাম্প জানান, এ বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। মোদীও তাঁকে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দেন। ট্রাম্প এর পর বলেন, যদি দুই পক্ষ রাজি থাকে, তাহলে আমেরিকা মধ্যস্থতা করতে রাজি।