নিজস্ব প্রতিবেদন- এবার বড়দিনে যে সমস্ত হিন্দুরা আনন্দ করবে বা গির্জায় যাবে, তাদের কিন্তু মার খেতে হবে। পরে আমরা হিসেব বুঝে নেব। অসমের হিন্দুদের ঠিক এই ভাষাতেই হুমকি দিয়ে রাখল বজরং দল। গুয়াহাটি বিশ্ব হিন্দু পর্ষদের জেলা সাধারণ সম্পাদকের এমন বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গুয়াহাটি বিশ্ব হিন্দু পর্ষদের তত্ত্বাবধানে রয়েছে বজরং দল। তারাই অসমে হিন্দুদের এবার বড়দিন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেঘালয়ের শিলং-এ বিবেকানন্দ সেন্টার বন্ধ হয়েছে। হিন্দু পরিষদের নেতা মিঠু নাথ জানিয়েছেন, শিলং-এ খ্রীষ্ট ধর্মাবলম্বীদের আধিক্য বেশি। তাই বলে বিবেকানন্দ সেন্টার বন্ধ মেনে নেওয়া যায় না। এমন ঘটনায় তারা ব্যথিত। আর তাই পাল্টা হিসাবে তারা এবার হিন্দুদের বড়দিন পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন। অসমের শিলচরে খ্রীষ্টান পরিবার নেহাত কম নয়। তবে গত সপ্তাহেই সেখানে মিছিল করে জয় শ্রী রাম ধ্বনি তুলেছিল হিন্দু পরিষদ। সেইসঙ্গে শিলং-এ বিবেকানন্দ সেন্টার বনধ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল।


আরও পড়ুন-  বাবরি ধ্বংসের ২৮তম বর্ষপূর্তি! অযোধ্যায় মসজিদ নির্মাণের নকশা তৈরি


শিলচরের অম্বিকাপাত্তির ওরিয়েন্চাল স্কুলে প্রতি বছর ২৫শে ডিসেম্বর সর্ব ধর্মের মানুষ উত্সবে মেতে ওঠেন। কিন্তু এবার সেসব হবে না। সাফ জানিয়ে দিয়েছে বজরং দল। মিঠু নাথ বলেছেন, ''যে সব হিন্দুরা বড়দিনে আনন্দ করবে তাদের আমরা দেখে নেব। জানি, পরদিন খবরের কাগজে আমাদের গুণ্ডা দল বলে উল্লেখ করা হবে। তবে তাতে আমাদের কিছু যায় আসে না। ওরা শিলং-এ আমাদের উপাসনার জায়গা বন্ধ করেছে। আমরা একজন হিন্দুকেও ওদের উত্সবে আনন্দে মাততে দেব না।''